সকালে মংলা ঘাটে নেমে নাস্তা করে আগে থেকে রিজার্ভ করা ট্রলারে যাবো সুন্দরবনের করমজলে সেখানে হরিণ প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র, ওয়াচ টাওয়ার, মেনগ্রেভ বন, ঘুরে সকাল ১১টায় আবার মংলা ঘাটে চলে আসবো সেখান থেকে যাবো বাগেরহাট খানজাহান আলীর মাজারে সেখানে দুপুরের লাঞ্চ করে মাজার ঘুরে চলে যাবো ষাট গম্বুজ, সেখান থেকে ৬টায় ঢাকার উদ্দ্যেশে বাস ছেড়ে আনুমানিক রাত ১২ টার মধ্যে সাভারে থাকবো।
 
									
								